মূল পাতা আন্তর্জাতিক ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ম্যান-ই
আন্তর্জাতিক ডেস্ক 17 November, 2024 02:32 PM
ফিলিপাইনে সুপার টাইফুন ম্যান-ই প্রচণ্ড আঘাতে গাছপালা উপড়ে গেছে বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে এবং সমুদ্রের পানি উঁচু হয়ে জলোচ্ছ্বাস সৃষ্টি করছে। টাইফুনটি ফিলিপাইনের উত্তরাঞ্চলে অবস্থিত অরোরা প্রদেশে দ্বিতীয়বার আঘাত হানতে যাচ্ছে,যা ওই এলাকার মানুষের জন্য ভয়াবহ বিপর্যয়।টাইফুনটি গত এক মাসের মধ্যে দেশটির ষষ্ঠ বড় ঘূর্ণিঝড়।
রবিবার(১৭ নভেম্বর)-২০২৪ তারিখে,ম্যান-ই টাইফুনটি ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় কাতান্দুয়ানেস দ্বীপে আঘাত হানে।
সুপার টাইফুন ম্যান-ই ঘন্টায় ১৯৫ কিমি/ঘণ্টা (১২৫ মাইল/ঘণ্টা) বাতাসের সঙ্গে আঘাত হানে। এরপর ১৮৫ কিমি/ঘণ্টা বেগে গতির বাতাস নিয়ে ম্যান-ই টাইফুনটি অরোরা প্রদেশের দিকে এগিয়ে গেছে। (PAGASA)পাগাসা (পৃথিবী-বৃষ্টিপাত ও আবহাওয়া সেবা সংস্থা) জানিয়েছে যে টাইফুনটি ভয়ানক ও ধ্বংসাত্মক এর প্রভাব খুবই তীব্র।এই সময়ে, প্রায় ৭৫০,০০০ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
শনিবার রাতে, ম্যান-ই কাতান্দুয়ানেসে আঘাত হানার পর, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শত শত গাছপালা এবং বিদ্যুৎ খুঁটি উপড়ে গেছে,জলোচ্ছ্বাস ৭ মিটার (২৩ ফুট) পর্যন্ত উঁচু হয়ে উপকূলীয় এলাকায় আঘাত করে।এই বিপর্যয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর ও নৌযান চলাচলও বন্ধ হয়ে যায়।এর আগে, ফিলিপাইনে একাধিক ঝড় ও টাইফুনের কারণে ১৬০ জনেরও বেশি মৃত্যু এবং ৯ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রেসিডেন্ট ফের্নান্দো মার্কোস জুনিয়র দেশবাসীকে সতর্ক করেছেন এবং সঙ্কট মোকাবেলার জন্য স্থানীয় সরকার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন।সরকারের উদ্যোগ এবং স্বেচ্ছাসেবীদের সহায়তায় পরিস্থিতি মোকাবেলা করার প্রচেষ্টা চলছে।
সূত্র : আল-জাজিরা